সবাই চায় প্রফুল্ল রায় .....✍তপোব্রত ভাদুরী
ছড়া
বিজ্ঞানসাধক আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি...
সবাই চায় প্রফুল্ল রায়
তপোব্রত ভাদুরী
বিশ্বের সেরা বাঙালী সাধক
রসায়ন বিজ্ঞানী ---
তিনি আচার্য্য প্রফুল্ল রায়
শিক্ষাজ্ঞানের খনি ।
'মারকিউরাস নাইট্রেট' নামে
যৌগ আবিষ্কারে ----
অমর হয়ে রয়েছেন তিনি
বিশ্বের সংসারে ।।
ছাত্রের মাঝে রয়েছেন বেঁচে
এ যে বড় মিরাকেল!!
প্রতিষ্ঠা নিয়ে আজও অক্ষয়
'বেঙ্গল কেমিক্যাল'।
--------------------