একটি ঘোষণা




ভাষাপথ

একটি ঘোষণা



বাংলা ভুলছে বাঙালী ——————— বাংলা এমন একটি রাজ্য যেখানে তার সমস্ত প্রান্তে যেকোনো ভাষায় কথা বলা যায়, যে কোনো সংস্কৃতি পালন করা যায়৷ এখানের রাজ্য ভাষা বাংলা হলেও ,এখানকার অধিবাসীরা বাংলা ঠিক মতো না বলতে পারার মধ্যে শ্লাঘা বোধ করেন ৷ এ রাজ্যে হিন্দী ভাষাভাষীর মানুষজন বিশেষ ক্ষমতা শালীর আখ্যা পান৷ বাঙালীরা তাদের সৌভাগ্যের দিকে ইর্ষান্বিত চোখে তাকিয়ে থাকেন৷ ইস্ আমরাও যদি সিং কাপুর আলুয়ালিয়া হতে পারতাম ! তাই তো ভুলেও ছেলে মেয়ে কে বাংলা মিডিয়ামে নয়, ইংরাজীটা শিখতে হবে তো ? আর হিন্দী না জানলে কোনো চাকরিই যোগার করতে পারবে না৷ সুতরাং বাংলা শেখা মানেই তো সেই প্যানপ্যানানি, বাজারে কোনো মূল্যই নেই ৷
ভাবছেন নিশ্চয় ভাষাপথ এসব কেন লিখছে ? কেনই বা রাজ্যের নাম বাংলা হওয়ার প্রাক্কালে এমন অলুক্ষনে সত্যি কথাগুলো বলে ফেলা ৷ আচ্ছা এসব বলে কী বাঙালীকে আবার বাংলায় ফিরিয়ে আনা যাবে ?
ঠিক আছে আর ভনিতা নয়, এবার বলেই ফেলি, এবার ভাষাপথের উৎসব সংখ্যার লেখক ও পাঠকদের জন্য বির্তকের বিষয় : বাংলা ভুলছে বাঙালী —————————————
      
আপনার কী মত ? আমাদের জানান এখানেই৷ পক্ষে বা বিপক্ষে, লেখার আগে উল্লেখ করবেন৷ বিতর্কের বিষয় নিয়ে লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন শব্দসীমা যেন ৩০০ এর মধ্যেই থাকে৷ লেখা পাঠনোর শেষ তারিখ ১৫ই আগষ্ট ২০১৮ ৷ সুতরাং লিখে ফেলুন আপনার মতামত আর খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন ৷ হয়ে যাক একটি ফাটাফাটি তর্ক, এখন থেকেই শুরু হোক বির্তক ৷ভাষাপথেই ছাপা হবে সেই বিতর্ক ৷যাদের যাদের লেখা আমাদের সম্পাদক মন্ডলীর নজরে আসবে তারা সকলেই ভাষাপথে র উৎসব সংখ্যা প্রকাশের দিনে পুরস্কৃত হবেন ৷

--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।