কানু শেঠ মাথা হেঁট .....✍চিত্রদীপ ভাদুড়ী



ছড়া

     কানু শেঠ মাথা হেঁট  

   চিত্রদীপ ভাদুড়ী


কানু গোয়ালা বেশ অভাবী
দুধ বেচে তার - পেট চলে !
কীর্ণাহারের বাসিন্দা সে --
"লোক ভালো ঘোষ"- 'শেঠ' বলে !

দুধ-ঘি-ছানা, মাখন- দধি
পনির - ঘোলের কারবারী --
যা ছিলো আজ , প্রায় তা ফাঁকা !
করুণ দশা আজ তাঁরই !!

মাখন ছানার ব্যবসা ক'রে
কোনমতে ঘোষ --- চালায় পেট !
ঐ টাকাতেই , মুদিখানার
মাল ব্যাচে রোজ মদন শেঠ !!

সেদিন রাতে - শেঠ বলে ঘোষ -
মাল বেচে কি পাওনা দাম ?
এক কেজি -ঘি - মাখন কিনে
ওজন দেখি নয়শো গ্রাম ?

ঘোষ বলে - ও শেঠ বাবু গো --
বাটখারা গুলো নেই ঘরে !
ভাঙাচোরা সেই দাড়িপাল্লা -
টিকে আছে , আর ঠিক নড়ে !

তোমার দেওয়া এককেজি চাল -
একপাল্লায় চাপিয়ে দিয়ে --
মাখন ঘি মোর ওজন ক'রে ,
মুদিখানা-কিনে যাই নিয়ে !!

আসল কথা- কী জানো শেঠ
মুদির ব্যবসা - রমরমা !
মুখের জোরে জিততে পারো
কারণ যে ঘোষ - বেশ কমা !

শেঠের কথাই মানবে লোকে -
চরিত্র হোক যতই- "খল"!
নিজের প্রমাণ নিজেই দিলে
"যেমন কর্ম - তেমন ফল" !

--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।