চলচ্চিত্র সমালোচনা
চলচ্চিত্র
চলচ্চিত্র সমালোচনা
অসাধারণ অভিনয়। ভীষণই সুন্দর স্ক্রিপ্ট-মেকাপ-মিউজিক-সিকোয়েন্স। কোনো দিক থেকেই অভিযোগের কোনো জায়গা রাখেননি কলাকুশলীররা! রনবীরের অনবদ্য অভিনয়, কন্ঠস্বর, মেক আপ, হাঁটাচলা... সঞ্জয় দত্তের থেকে আলাদা করা যাচ্ছিল না। পরেশ রাওয়ালের কথা না বলে পারা যায় না! যার 'হেরাফেরি', 'ফির হেরাফেরি', 'হাঙ্গামা','অতিথি কব যাওগে', 'ভাগামভাগ', 'ওয়েলকাম', 'গোলমাল'এর মত ছবিতে যার অভিনয়ে দেখে হেসে হেসে গাল ব্যথা হয়ে গেছে, তারই অভিনয়ে চোখ ছাপিয়ে জল এসে যাবে, ভাবিনি সত্যিই। ভিকি গোয়েল তার অভিনয় দক্ষতা 'রাজি'তেই প্রমান করেছে, যার আরো কয়েক ধাপ এগিয়ে গেছে সঞ্জু তে! জিম সার্ব এর অভিনয়ো মুগ্ধ করেছে!
ভীষণ পজেটিভ একটা ভাইব আছে, সঞ্জুর ক্থা, সুনীল দত্তের পিতৃত্ত্বে, বন্ধুত্ত্বের গল্প, জীবনে প্রতিনিয়ত আসা ঝড়ের আঘাত বুক পেতে নিয়ে একটা মানুষের এগিয়ে চলার গল্প। সংবাদ পত্রের উৎপাতে রটে যাওয়া একের পর এক অন্ধকার বদনামে ডুবে যাওয়া একজন সত্যিকারের মানুষের শেষমেশ জিতে যাওয়ার গল্প---সঞ্জু।
--------------------