ভাষাপথ মোবাইল অ্যাপে লেখা পাঠাবার নিয়ম




ভাষাপথ


বাংলা ভাষায় মননশীল কবিতা, ছড়া, গল্প, অনুগল্প, ভুতের গল্প, রান্না-বান্না, খেলা, ভ্রমণ, স্বাস্থ্য ও চলচিত্র বিষয়ক লেখা আপনারা বাংলা (ইনস্কিপ্টে ফরম্যাটে) টাইপ করে “ভাষাপথ” পত্রিকার ইমেলে পাঠিয়ে দিন।
সঙ্গে অবশ্যই আপনার পুরো নাম ও লেখার নাম দেবেন। লেখার প্রয়োজনে ছিবিও দিতে পারেন। তবে লেখা দয়াকরে pdf Format বা হাতে লিখে পাঠাবেন না।
আমাদের সম্পাদক মণ্ডলী আপনার লেখা পাঠকরে ও বিবেচনা করে “ভাষাপথ” ই-পত্রিকায় প্রকাশ করবে।
-: লেখা পাঠানোর e-mail হল :-

bhasapath@gmail.com


--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।