ধাতু্লিপি .....✍দীপকচন্দ্র বর্মন



কবিতা

    ধাতু্লিপি  

   দীপকচন্দ্র বর্মন


প্রতিদিন মৃত্যুর সাথে ঘর
প্রতিদিন মৃত্যুকে করি পর।
প্রতিরাত মৃত্যুর সাথে সহবাস
মৃত্যুর সাথে এত ভালোবাসাবাসি-- তুমি প্রতিবেশী,
গাছের কোটরে রাত জাগি পাশাপাশি।

তুমি পরম প্রতিবেশী।
তুমি ঘুমজাগানো নিশিসাথী।

তোমাকে ভালোবাসতে গিয়ে নিশিময়ীকে টেক্সট লিখি
তোমাকে পার হব জেনে আমি আর নিশিময়ী ডিঙাভাসি।
যেমনটা ভাসায় বেহুলা। ওপাড়ার গান অন্তপ্রাণ গৌরাঙ্গ মাস্টারমশাই
স্ত্রীকে হাসপাতালে রেখেও শোনেন সুরকুঞ্জের বাৎসরিক তেহাই।
বাটে ঝুলে কুকুরের সপ্তম সন্তান
মাঘের শীত উতরায়।
মানুষের আশ্চর্য ভিড়ে লোকালয়ে প্যাঙ্গোলিন
কেন্ন মতন থেকে নিজেকে বাঁচায়।

মরণেও সুরসুখ সুর ভাঙে গড়ে সুখ
মৃত্যু তুমি জানলেই না জীবনের জীবনভর দুখ।

কী মোহমুদ্গর কে জানে!
মৃত্যুকে ভালোবেসে ভুলোল্যাবেনচুষ হাতে দিয়ে
জীবনের জলছবি ধাতুতে খোদাই রাখে।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।