সাফাই অভিযান ....✍কুন্তল কর্মকার




সাংস্কৃতিক খবর

সাফাই অভিযান

কুন্তল কর্মকার


রবিবার ১৫.৭.২০১৮ ভোরে কালনা শ্রী সত্যসাঁই সেবা সোসাইটির উদ্যোগে সাত সদস্যের এক সেবা দল কালনার মহিষমর্দ্দিনী ঘাট সংলগ্ন রাস্তায় ঘন্টাখানেক সাফাই অভিযান করে ৷

এই সোসাইটি কিছু সেবামূলক কাজের সাথে দীর্ঘকালই যুক্ত ৷

সোসাইটির অন্যতম সদস্য তুষার কান্তি বাগ বলেন এই মাসের শেষে কালনার ঐতিহ্যশালী মহিষমর্দ্দিনী পুজোর পর পূজা প্রাঙ্গনও পরিস্কার করার উদ্যোগ নেব ৷

 
--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।