আসবো ফিরে .....✍তাপস কুমার দাস
কবিতা
আসবো ফিরে
তাপস কুমার দাস
মন্দা হাওয়ায় মেঘ ভেসে যায়
দূর থেকে দূর বহুদূর,
দোদুল বাতাস ভাসিয়ে দিলো
খামখেয়ালি মাতাল সুর !
ঘরছাড়া ওই রঙীন পাখি
যায় উড়ে যায় তেপান্তর,
তোমার এলো চুলের ফাঁকে
হারায় আমার যে অন্তর !
রাখল বাঁশির উদাস সুরে
ডাকছে আমায় অনেকদূরে,
রঙিন পাখির ডানায় চড়ে
মনটা যে চায় আসতে ঘুরে !
ঘর ছাড়া ওই একলা পাখি
পায় না গো ঠাঁই শান্তি নীড়ে,
দূর প্রবাসে একলা আমি
হারিয়ে আছি মনের ভীড়ে !
একফালি রোদ দিচ্ছে উঁকি
ঢেউ তোলা ওই টিনের ঘরে,
কার আশাতে কি জানি আজ
আমার এ মন গুমরে মরে !
লক্ষ ঝড়ের তুফান তুলে
তোমার স্মৃতি আসছে ধেয়ে,
আসবো আমি আবার ফিরে
অনেক আশার নৌকা বেয়ে !!
--------------------