আকবর দিলেন টান ....✍রাহুল হালদার




অন্যরকম

আকবর দিলেন টান......
আওয়াজ উঠলো ভুড়ুক-ভুড়ুক

রাহুল হালদার


সালটা ১৬০৪ কি ১৬০৫,দিল্লীর মসনদে স্বয়ং সম্রাট আকবর।গত দিনের সন্ধ্যায় অশ্বরোহনে দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছেন আসাদ খাঁ।আসাদ খাঁর দিল্লী আগমনের বার্তা পেয়ে বাদশাহ তাকে স্মরণ করলেন। আসাদ সম্রাটকে কুর্নিশ করতে করতে সামনে এসে বিজাপুরের সুলতান আদিল খাঁ বাদশাহ কে খুশি করবার জন্য যে সব মহা মূল্যবান সামগ্রী নিয়ে এসেছেন সেগুলি দেখাতে লাগলেন। মহা মূল্যবান সামগ্রী দেখে মিঞা, আমীর ওমরাহের লোভ বাড়তে থাকে আর আসাদ খাঁ একে একে সেই সামগ্রীরর দাম ও বিবরণ দিতে লাগলেন।কিন্তু সেগুলোর কোনটায় বাদশাহের মন জয় করতে পারলো না।
একেবারে শেষে, একটি রুপোর রেকাবে সাজানো কতকগুলি আশ্চর্য জিনিস আসাদ সম্রাটের সামনে মেলে ধরলেন,যেগুলি আগে দিল্লিতে কেও কখনও দেখেনি। কি ছিলো সেগুলি? সেখানে ছিলো, একটি দণ্ড-মণিমুক্তো গাঁথা,হাত তিনেক লম্বা সাপের মতো একটি সরু নল।আরেকটি মুখনল,ডিম্বাকৃতি,সোনার তৈরী -এটি পান-সুপারির থলি না বলে এটি পেটিকা বলা ভালো,কেননা তার গায়ে ছিলো সুন্দর সুন্দর কারুকার্য। এর ভেতর থেকে পানের বদলে বেরিয়ে এলো কালো কালো কিসের পাতা।বাদশাহ নতুন জিনিসটি ধীর স্থির শান্ত মনে দেখতে লাগলেন।
দেখানো শেষ হতেই উৎসাহী বাদশাহ প্রশ্ন করলেন বস্তুটি কি? পাশেই ছিলেন নবাব আজম খাঁ।তিনি বাদশাহকে কুর্নিশ জানিয়ে বললেন---"হুজুর গস্তাখী যদি মাফ করেন,তবে নিবেদন করি,-----এর নাম হলো হুঁকো। মক্কা মদিনায় এ জিনিসের খুব চলন।এতে ধূমপান করা খুব আরামের।অনেক সময় এ ধূম ওষুধের কাজ করে।সম্রাট যাতে সুস্থ থাকেন তাই ভেবে আসাদ খাঁ আপনার জন্য নিয়ে এসেছেন"। শুনে বাদশাহের কৌতুহল যখন ওই জিনিটির উপর বাড়ছে,সেই সুযোগে আসাদ ও আজম খাঁ এক ছিলিম তামাক সেজে বাদশাহকে নিবেদন করলেন।সম্রাট টান দিলেন ফরসিতে,মৃদু মৃদু -ওদিকে খুশি খুশি আওয়াজ উঠলো ভুড়ুক-ভুড়ুক। সম্রাটের হিতৈষীরা তাঁকে বারণ করলে সম্রাট সে বারণে কান না দিয়ে আজমের দিকে ফরসি এগিয়ে প্রসাদ নিবেদন করলেন এবং আসাদ খাঁর প্রশংসকা করলেন।
আসাদ খাঁও সেই সময়ের অপেক্ষা করছিলেন,সুযোগ আসতেই আসাদ বিজাপুর থেকে নিয়ে আসা আরো কতকগুলি নল বার করে আমীর ওমরাহদের হাতে তুলে দিতেই চারিদিকে আওয়াজ উঠলো ভুড়ুক-ভুড়ুক। মুঘল দিল্লী তামাকের গন্ধে মাতোয়ারা হয়ে উঠলো। যে দিল্লী ছিলো তামাকমুক্তো সেখানে তামাক কেনা-বেচা শুরু হলো, আর সমগ্র দিল্লীতে আওয়াজ উঠলো ভুড়ুক ভুড়ুক-ভুড়ুক ভুড়ুক।
--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।