রবি-কবি .....✍তপোব্রত ভাদুড়ী
ছড়া
রবি-কবি
তপোব্রত ভাদুড়ী
ঠাকুর ঘরে অনেক ছবি ---
লক্ষী,গণেশ,কাতুর(কার্তিক)!!
একটা ছবি নেই কেনো মা?
রবীন্দ্রনাথ ঠাকুর???
নাই বা দিলে ঠাঁই কবিকে
তোমার পূজার ঘরে!!
জ্বলছে রবি সব ঋতুতে,
সবার মাথার প'রে ।।
নাই বা পূজা করলে তুমি
কৃষ্ণ-কালীর সনে!!
ঠাকুর হয়ে আছেন তিনি
বিশ্ববাসীর মনে।।
লিখেছেন কত কাব্য-গীতি
বিশ্বকবি নাম নিয়ে;
কবির কথা ভাবলে আমার
জল ঝরে দুই চোখ দিয়ে ।।
--------------------