পাপড়ি হারানো ফুলের কান্না .......✍আলামিন ইসলাম



কবিতা

পাপড়ি হারানো ফুলের কান্না

আলামিন ইসলাম 


ভুলে যেতে চাই তবু ,ভুলতে পারিনা আমি ।
এই প্রেম!তোমার-আমার আর তুমি।
বারেবারে নাড়া দিয়ে যাও,আত্মার গভীরে ।
কাল তুমি পাশে ছিলে ,স্বপনেও ছিলে ।
তবু আজ তুমি নেই,আমার শহরে।
পলাতক তুফানের ন্যায় হয়েছ নিরুদ্দেশ।
এই প্রেম ?
এভাবে গল্পের মোড় ,তবে দুঃখের জানালায় শেষ?
নরম এ-হৃদয় এখনো তোমার কথাই বলে।
অশ্রুভেজা চোখ মেলে দেখি---
দুপুরের রোদ ঝলমলে।
এ পৃথিবীর নানা দিকে কত না বিচিত্র আয়োজন।
ঘাস,ফুল,মাটি,নদী....
তবুও তোমার কেন সংকীর্ণ মন?
পারো নাকি? অজুহাত মুছে ফেলে...
আমাকে আপন করে নিতে।
পারো নাকি ?ভালোবাসা প্রেম দিয়ে,
দুটো প্রাণ এক হয়ে যেতে।
আমি রাজি সারাক্ষণই;
তুমি শুধু কথা দাও মোরে।
জীবনকে ভালোবেসে, ফিরে এসো...
জোনাকির হাত ধরে।
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।