মা .....✍অর্পণ কর্মকার



কবিতা

      মা  

   +অর্পণ কর্মকার +


ভাত বারতেই মা ডাকতো খাবি আয় বাপ
আমি ব্যস্ততার অছিলায়
মা আরও ডাকত আরও ডাকত আমায়।
এখন ডাকার নেই কেউ
নিজেই নিজের ভাত বেড়ে নিই।
এখন পাশে বসে মা আর বাতাস করে না।
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।