দুর্গা অামার মা ......✍চিত্তরঞ্জন সাহা



কবিতা

দুর্গা অামার মা

চিত্তরঞ্জন সাহা (চিতু)


    দুর্গা মানে মায়ের মত
    তাইতো বাসি ভালো
    হৃদয় জুড়ে বুকের মাঝে
    মিষ্টি চাঁদের অালো।

    দুর্গা মানে শক্তি সাহস
    ভয়ভীতি যায় দুরে
    দুর্গা মা যে তাইতো অাছে
    সবার হৃদয় জুড়ে।

    দুর্গা মানে শিক্ষাগুরু
    সবার লেখাপড়া
    কলম যেন তাইতো ছোটে
     লিখতে মায়ের ছড়া।

    দুর্গা মানে স্বপ্ন দেখা
    স্বচ্ছ দু'চোখ জুড়ে
    দুঃখ মনে সুখটা অানে
    পুজোর গানের সুরে।
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।