বর্ষা এবং তুই .....✍গীতা দে
কবিতা
বর্ষা এবং তুই
গীতা দে
জল থইথই গরম দুপুর
রিম ঝিম ঝিম বৃষ্টি
আয় কবি আয় পুকুরপারে
হোক কবিতার সৃষ্টি।
ঝিলমিলিয়ে হাসছে দিঘী
ইঁটের বাড়ির মন
গোলাপ হাতে দাঁরিয়ে কে ঐ
হাসছে সারাক্ষণ !!
আকাশ ভেঙ্গে বাজ পড়ছে
তীব্র তরিৎরেখায়
দাদুর তার দাদুরীকে
নতুন সুর শেখায়।
শালিখ ভেজে,চড়ুই ভেজে
ভিজছে কবুতরী
আপনমনে যাচ্ছে ভিজে
যাত্রিবিহীন তরী।
আয় বন্ধু হাতটা বাড়া
জাপটে আঙ্গুল ধর
এক ছুট্টে যাই পেরিয়ে
মাতলা নদীর চর।
নদী তখন বলবে হেঁকে
এই পাগলের দল !
ওসব ছাড়, আমার স্রোতে
একটু ভেসে চল।
ঝোরো হাওয়া সাথে নিয়ে
ভেসেই যদিই যায়
ভাসতে ভাসতে পৌঁছে যাবো
নদীর মোহনায়।
এখন আমি দাঁরিয়ে আছি
গলিপথের বাঁকে
আমার কথা শুনতে পারিস
ইচ্ছে যদি থাকে।।