বৃষ্টিকথা .....✍শ্যামাচরণ কর্মকার
ছড়া
বৃষ্টিকথা
শ্যামাচরণ কর্মকার
টুপ টাপ, টুপ টাপ ছন্দ
বৃষ্টির থামা নেই, ঝরছে
বাতাসের গতি মৃদুমন্দ
ঘাস- পাতা ভিজে নুয়ে পড়ছে ।
পথঘাট জলে টইটম্বুর
হাঁটে লোক মাথা ঢাকা ছাতাতে
হাঁসফাঁস নেই, মন ফুরফুর
জলছবি দু'চোখের পাতাতে ।
আষাঢ়ের দিন আজ, বর্ষা
জোলো মেঘ ইতিউতি ঘুরছে
আকাশটা হচ্ছে না ফর্সা
থেকে থেকে মেঘ ডাক জুড়ছে ।
ভুর ভুর বৃষ্টির গন্ধ
গ্যাঁ -গোঁ ব্যাঙ ডাকে ডোবাতে
ছুটি আজ, ইসকুল বন্ধ
বর্ষার ছবি ফোটে প্রভাতে ।
জানালায় চোখ,সে কী বৃষ্টি
ভেজে গাছ, ফুল, পাখি চুপচাপ
চাষীদের মুখে হাসি মিষ্টি
দেখি বসে বৃষ্টির টুপটাপ !