রিম ঝিম ঝিম বৃষ্টির দিন .....✍মৌসুমী চট্টোপাধ্যায় দাস



ছড়া

     রিম ঝিম ঝিম বৃষ্টির দিন  

   মৌসুমী চট্টোপাধ্যায় দাস


রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে,
ভিজছে কাকের ছা,
বৃষ্টি জলে যাচ্ছে ধুয়ে
স্বপ্নে দেখা গাঁ ৷

ভাসছে গাঁয়ের ছোট্ট নদী,
ভাসছে বোয়াল শিঙে,
নাচছে ময়ূর পেখম মেলে,
গায়ক চাতক ফিঙে ৷

সবুজ সবুজ শুধুই সবুজ
দুচোখ মেলে চাই,
কোথায় গেলো সূয্যি মামা?
আকাশ জুড়ে ছাই ৷

ছিপ ফেলেছি ভরা গাঙে,
ডাকলে কেন তবে?
তাও জানো না? আজ আমাদের
পুতুলবিয়ে হবে ৷

তালগাছটা দুলছে খালি,
ব্যাঙ ডাকছে তোষে,
ঘ্যানঘ্যানেটা কান্না থামায়
চুষছে আঙুল বসে ৷

কলাবউটি ভিজছে একা
দাঁড়িয়ে কুঁড়ের পাশে,
হন হন হন ছত্রপতি
ডাকপিওন ঐ আসে ৷

জল জমেছে খেলার মাঠে,
ডাংগুলি আজ বন্ধ,
পেড়িয়ে বাগান আসছে ঘরে
বাতাবি লেবুর গন্ধ ৷

জগাই মাধাই মাসির বাড়ি,
কাল যে উল্টোরথ,
রথ টানতে সবাই যাবো,
হোক না পিছল পথ ৷

ধান জমিতে জল থৈ থৈ,
রুইবো এখন ধান,
না যেন হয় ডুবিয়ে জমি
দুঃখ আনা বান ৷

বৃষ্টি পড়ে রিম ঝিম ঝিম,
হাঁস ভিজছে জলে,
বর্ষারাণী ভরাও এ গাঁও
সবুজে আর ফলে ৷

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।