কব‌ি, ত‌োমাক‌ে .....✍বসন্ত পরামাণিক



কবিতা

      কব‌ি, ত‌োমাক‌ে  

   বসন্ত পরামাণিক


কব‌ি, ত‌োমার ল‌ে‌খার মাঝ‌ে মাট‌ির গন্ধ কই ?
কাব্যমাঝ‌ে সহজ সরল জীবনকথা কই ?
পাষাণ ক‌েন ত‌োমার কলম, কঠ‌োর ক‌েন মন ?
অসীম স্ন‌েহে‌ ছ‌োঁয় না ক‌েন সবার হৃদয়ক‌োণ ?

কব‌ি, এবার দাঁড়াও ঘুর‌ে স্রে‌াতের বিপরীত‌ে,
সে‌ই অনাব‌িল জীবনকথা ঝরুক ল‌েখনীত‌ে ।
তোমার কথাই হ‌োক না গরীব - সাধারণ‌ের কথা,
ত‌োমার ল‌‌েখায় পাক্ প্র‌েরণা, ঘুচুক তাদ‌ের ব্যথা ।

য‌ে চাষীটা মাঠ‌ে খাট‌ে রে‌াদ - বৃষ্ট‌ি - ঝড়‌ে,
কিংবা যেথায় শ্রমিক-মজুর দিনরাত কাজ করে,
তাদের কথা মর্মব্যথা তোমার কবিতায়-
উঠুক ফুটে, কাব্যে যেন বাঁচার রসদ পায় ।

কবি তোমার কাব্যগাথা সুরের সাথে মিশে,
জীবনমুখী গান হয়ে আজ ফুটুক অবশেষে ।
সেই গানেতেই মন ভরিয়ে মাঝি টানুক দাঁড়,
তোমার সে গান কন্ঠে নিয়েই হোক্ সে পারাপার ।

হাসিখুশির ঝরণা হয়ে ছন্দ-সুরের তালে,
তোমার লেখা ঝরুক শিশুর মনের উপকূলে ।
তোমার ল‌েখায় পাক্ না যুবক প্রত‌িবাদ‌ের ভাষা,
দাও ছড়‌‌িয়ে সত্যবার্তা -- নতুন আল‌োর আশা ।।

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।