কবি, তোমাকে .....✍বসন্ত পরামাণিক
কবিতা
কবি, তোমাকে
বসন্ত পরামাণিক
কবি, তোমার লেখার মাঝে মাটির গন্ধ কই ?
কাব্যমাঝে সহজ সরল জীবনকথা কই ?
পাষাণ কেন তোমার কলম, কঠোর কেন মন ?
অসীম স্নেহে ছোঁয় না কেন সবার হৃদয়কোণ ?
কবি, এবার দাঁড়াও ঘুরে স্রোতের বিপরীতে,
সেই অনাবিল জীবনকথা ঝরুক লেখনীতে ।
তোমার কথাই হোক না গরীব - সাধারণের কথা,
তোমার লেখায় পাক্ প্রেরণা, ঘুচুক তাদের ব্যথা ।
যে চাষীটা মাঠে খাটে রোদ - বৃষ্টি - ঝড়ে,
কিংবা যেথায় শ্রমিক-মজুর দিনরাত কাজ করে,
তাদের কথা মর্মব্যথা তোমার কবিতায়-
উঠুক ফুটে, কাব্যে যেন বাঁচার রসদ পায় ।
কবি তোমার কাব্যগাথা সুরের সাথে মিশে,
জীবনমুখী গান হয়ে আজ ফুটুক অবশেষে ।
সেই গানেতেই মন ভরিয়ে মাঝি টানুক দাঁড়,
তোমার সে গান কন্ঠে নিয়েই হোক্ সে পারাপার ।
হাসিখুশির ঝরণা হয়ে ছন্দ-সুরের তালে,
তোমার লেখা ঝরুক শিশুর মনের উপকূলে ।
তোমার লেখায় পাক্ না যুবক প্রতিবাদের ভাষা,
দাও ছড়িয়ে সত্যবার্তা -- নতুন আলোর আশা ।।