সম্পাদকীয়
ভাষাপথ
ভাষাপথ
একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিক
বাংলাভাষা যেখানে পরিবর্তনকামী গতি নিয়ে স্রোতহারা , সাহিত্য তার সৃৃষ্টি নিয়ে উদ্বেলিত ,ভাষাপথ সেখানে নিয়ে এসেছে শীতল বাতাস যা সাহিত্যকে দৃৃঢ বদ্ধ করে নতুন আঙ্গিকে পরিচালিত করবে ৷
ভাষাপথ সাহিত্য পত্রিকা প্রকাশের সাথে সাথে নিয়ে এসেছে বিষয় ভিত্তিক সংকলন এবং বিশেষ জার্নাল ৷ শুধু ওয়েবসাইট নয় এবার ভাষাপথ সকলের কাছে পৌঁছে যেতে নতুন মোবাইল ব্যবস্থাপক এরও সাহায্য নিয়েছে ৷